ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মৃত্যুর কাছে হেরে গেলেন পিকআপ চালক সেলিম

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে টানা ৭ দিন লড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত হেরে গেলেন পিকআপ চালক মো. সেলিম (৩৫)।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সেলিম চন্দনাইশ উপজেলার হাছনদন্ডী গ্রামের কাজিপাড়ার সামসুল আলমের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত পিকআপ চালক মো. সেলিম ৭ দিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইন্যা পুকুর পাড় এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্য ও পিকআপ চালকসহ ছয়জন আহত হন।

এমবিআর/এমএস

আরও পড়ুন