দুই দিন ধরে মিঠুকে আটকের গুঞ্জন
ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যার ঘটনায় মিঠু নামে এক ব্যক্তিকে আটকের গুঞ্জন উঠেছে। তবে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য কাউকে আটক করা হয়নি বলে দাবি করেছে গোয়েন্দা সংস্থা ও পুলিশ।
এর আগে সোমবার দিনভর গুঞ্জন ছিল মিঠু নামে নিলয়ের এক বন্ধুকে আটক করে নিজ কার্যালয়ে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবারও গুঞ্জন শোনা যায়, মিঠু নামে স্থানীয় এক দোকানদারকে আটক করেছে ডিবি। তবে এ গুঞ্জনগুলোর কোনোটিই নিশ্চিত করেনি পুলিশ।
শুক্রবার পূর্ব গোড়ানের বাড়িতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ব্লগার নিলয়কে। এঘটনায় তার স্ত্রী আশা মনি বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আমাদের কাছে আটকের কোনো তথ্য নেই। আটক হলে আপনারা জানতে পারবেন।’
এদিকে মিঠু নামে নিলয়ের এক বন্ধুর আটকের বিষয়ে আরেক বন্ধু দেবজ্যোতি জাগো নিউজকে বলেন, ‘এই মিঠুকে আটক করা হয়নি।’
এআর/জেইউ/একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ বাংলাদেশ শ্রম আইন সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা
- ২ বিমানবন্দর থেকে ডিবি হেফাজতে সনাতন মঞ্চের চিন্ময় কৃষ্ণ
- ৩ জন্মনিবন্ধন কার্যক্রমে জড়িত ‘অসাধু চক্রের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
- ৪ মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ প্রাণিসম্পদ উপদেষ্টার
- ৫ প্রথম আলো অফিসের সামনে আবারও আন্দোলনকারীদের অবস্থান