ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

একনেকে ৭ প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ০৬:১৭ এএম, ১১ আগস্ট ২০১৫

সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে সরকারের ব্যয় হবে ২ হাজার ৩৮৪ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে সরকারের তহবিলের ২ হাজার ৩৭২ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১২ কোটি টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- গোদাগাড়ী-আমনুরা-নাচোল-পার্বতীপুর-আড্ডা সড়ক উন্নয়ন প্রকল্প, এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৬২ কোটি ৪৯ লাখ টাকা। রংপুর সিটি কর্পোরেশনের রাস্তা উন্নয়ন এবং ড্রেন কাম-ফুটপাত নির্মাণ প্রকল্প, এর ব্যয় ৬০ কোটি টাকা। সোনাহাট স্থলবন্দর উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ৩৬ কোটি ৫০ লাখ টাকা। বিজিবির সদর দফতরে জেসিও ও অন্যান্য পদধারীদের জন্য ২টি ১৫ তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্প, এর ব্যয় ৫৮ কোটি ৬৯ লাখ টাকা।

এছাড়া শেখ রাসেল এভিয়ারী ও ইকোপার্ক স্থাপন রাঙ্গুনিয়া, চট্টগ্রাম প্রকল্প, এর ব্যয় ৪০ কোটি ৪ লাখ টাকা। নওগাঁ জেলায় ভূ-উপরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ ও জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প, এর ব্যয় ৭৯ কোটি ১৩ লাখ টাকা। ২০টি ড্রেজারসহ সহায়তা যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি সংগ্রহ প্রকল্প, এর ব্যয় ২ হাজার ৪৮ কোটি টাকা।

বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা সচিব সফিকুল আজম, পরিংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা এবং সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম।

এসএ/এসকেডি/আরএস/পিআর