ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘প্রয়োজন ছাড়া হর্ন দেয়ার বদভ্যাস ত্যাগ করুন’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিয়ন্ত্রণ এবং সচেতনতা তৈরির জন্য সেপ্টেম্বরজুড়ে চলছে ট্রাফিক সচেতনতা মাস। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে শনিবার রাজধানীর শাহবাগে যানবাহন চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বিলিকৃত লিফলেটে নানা নির্দেশনার পাশাপাশি চালকদের যেখানে সেখানে প্রয়োজন ছাড়া হর্ন দেয়ার বদভ্যাস ত্যাগ করতে বলা হয়েছে।

লিফলেট বিতরণ শেষে র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, নিসাচ (নিরাপদ সড়ক চাই) এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ উপস্থিত ছিলেন।

সচেতনতামূলক এই লিফলেটে যেসব স্থানে হর্ন বাজান নিষিদ্ধ ও দুর্ঘটনা এড়াতে করণীয় বিষয় ও নির্দেশনাগুলো উল্লেখ করা হয়েছে।

horn

হর্ন বাজানো প্রসঙ্গে :

• বিশেষ প্রয়োজন ছাড়া হর্ন বাজানোর বদভ্যাস ত্যাগ করুন।

• শিক্ষা প্রতিষ্ঠান- বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ইত্যাদি এলাকায় হর্ন বাজানো যাবে না।

• হাসপাতাল এলাকায় হর্ন বাজানো যাবে না।

• মসজিদ মন্দির, গির্জা, প্যাগোডা এলাকায় হর্ন বাজানো যাবে না।

• আবাসিক এলাকায় হর্ন বাজানো যাবে না।

• যেকোনো সংরক্ষিত এলাকায় (বিশেষ করে সচিবালয়) হর্ন বাজানো যাবে না।

• আদালত এলাকায় হর্ন বাজানো যাবে না।

• রাতে হর্ন বাজানো যাবে না।

• যেখানে হর্ন বাজানো নিষেধ আছে সেখানে হর্ন বাজানো যাবে না।

দুর্ঘটনা এড়াতে :

• উল্টো দিকে গাড়ি না চালানো

• যেখানে সেখানে গাড়ি পার্ক না করা

• গাড়ি চালানোর সময় মোবাইলে কথা না বলা

• বেপরোয়াভাবে গাড়ি না চালানো

• নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি না চালানো

• যেখানে সেখানে ওভারটেকিং না করা

• শারীরিক ও মানসিকভাবে অনুপযুক্ত অবস্থায় গাড়ি না চালানো

এআর/এমবিআর/জেআইএম

আরও পড়ুন