ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পিরোজপুর পর্যন্ত রেললাইন বর্ধিত করার দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮

ঢাকা-টুঙ্গিপাড়া রেললাইন নজিরপুর হয়ে পিরোজপুর পর্যন্ত বর্ধিত করার দাবি জানিয়েছে পিরোজপুর ফোরাম নামের একটি সংগঠন। শুক্রবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পিরোজপুরের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে ঢাকা-টুঙ্গিপাড়া রেললাইন নজিরপুর হয়ে পিরোজপুর পর্যন্ত বর্ধিত করতে হবে। দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মধ্যে পিরোজপুর অন্যতম পুরাতন একটি জেলা। কিন্তু এ জেলা উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। তারা উন্নয়নে পিছিয়ে থাকা এ জেলার মানুষের ভাগ্যের পরিবর্তনে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।

তারা বলেন, পিরোজপুর পর্যন্ত রেললাইন বর্ধিত করা হলে যোগাযোগের ক্ষেত্রে এই এলাকার মানুষের দুর্গতি লাঘব হবে। এই দাবি নাজিরপুর-পিরাজপুরবাসীর প্রাণের দাবি। সরকারের উচিত পিরোজপুরের জনগণের এই দাবি মেনে নেয়া।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরোজপুর ফোরামের কার্যকরী সদস্য আব্দুল হালিম, অলি রহমান পলাশ, পিরোজপুর ছাত্র ফোরামের ইলিয়াস মৃধা প্রমুখ।

এএস/এসআর/এমএস

আরও পড়ুন