ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে কেডিএস গার্মেন্টসে আগুন

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার কেডিএস গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের দমকল কর্মীরা।

বুধবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তবে এখনো আগুনের কারণ জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শাহিদুর রহমান।

kads-fiar-1

ঘটনাস্থলে থাকা আব্দুল্লাহ নামের এক প্রত্যক্ষর্শী জাগো নিউজকে বলেন, কিছুক্ষণ আগে কেডিএস গার্মেন্টসে আগুন লাগে। তবে সঙ্গে সঙ্গেই কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা শুরু করে। পাঁচ মিনিট আগে বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

তিনি জানান, আগুন লাগার খবরে কারখানাটিতে শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এ সময় অনেকে আহত হয়েছেন। আশপাশের পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।

আরএস/এমআরএম/পিআর

আরও পড়ুন