ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কর্ণফুলী দূষণে তেল পরিশোধনাগারের জরিমানা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

কর্ণফুলী নদীতে অপরিশোধিত তরল বর্জ্য ফেলার অভিযোগে চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকার বে-ফিশিং করপোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে নদী দূষণের প্রমাণ পাওয়ায় অধিদফতরের পরিচালক আজাদুর রহমান মল্লিক এ আদেশ দেন।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, ‘বে-ফিশিং করপোরেশন লিমিটেড নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে তেল পরিশোধনের সময় বাইপাসের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য কর্ণফুলী নদীতে ফেলে আসছিল। গতকাল সোমবার প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়।’

‘মঙ্গলবার শুনানিতে অপরিশোধিত তরল বর্জ্য ফেলে নদী দূষণের ঘটনা প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হবে বলে তাদের সতর্ক করা হয়েছে’- বলেন সংযুক্তা দাশ গুপ্তা।

আবু আজাদ/এমএআর/এমএস

আরও পড়ুন