ওয়াসার পানি ফিল্টার বলে বিক্রি : ৩ প্রতিষ্ঠান সিলগালা
অপরিশোধিত পানি ও ওয়াসার পানি ‘চুরি করে’ ফিল্টার বলে বাজারজাত করায় রাজধানীর মিরপুর এলাকায় ৩টি পানির কারখানাকে সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মিরপুর ও কালসিতে র্যাব-৪ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) যৌথ এই অভিযানে তাদের জরিমানা করে। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
সারওয়ার আলম জাগো নিউজকে বলেন, প্রতিষ্ঠানগুলো ওয়াসার পানি চুরি করে ফিল্টার বলে বাজারজাত করছিল। এছাড়াও তারা পানিকে পরিশোধন না করেই অপরিশোধিত পানি দোকানে ও বাসাবাড়িতে বিক্রি করতো। এই অভিযোগে কালসির তাবাসসুম ড্রিংকিং ওয়াটার, নদী ফুড অ্যান্ড বেভারেজ এবং মিরপুরের সোনালি ড্রিংকিং ওয়াটারকে সিলগালা করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানে নদী ফুড অ্যান্ড বেভারেজকে ১ লাখ ও সেফ ইন্টারন্যাশনালকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে।
এআর/এমইউএইচ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক