সারাদেশে গাড়ির গতিসীমা সর্বোচ্চ ৮০
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সকল সড়কে যানবাহনের সর্বোচ্চ গতিবেগ হবে আশি কিলোমিটার। আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে মহাসড়কেই নয় মহাসড়কের আসপাশেও পশুর হাট বসানো যাবে না।
সোমবার রাজধানীর ইজ্ঞিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৩তম সভায় এসব সিদ্ধান্তের কথা জানান তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, দক্ষিণের মেয়র সাঈদ খোকন, ডিএমপি কমিশনার ও আন্ত:মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তরা।
সড়ক পথে জাতীয় সড়ক নিরাপত্তা বিষয়ক ৫২টি সুপারিশ পর্যালোচনার পর যোগাযোগমন্ত্রী সিদ্ধান্তে বলেন, মহাসড়কগুলোতে যেভাবে অটোরিকশা নসিমন করিমন বন্ধ করা হয়েছে একইভাবে ত্রুটিপূর্ণ যানবাহনও বন্ধ করা হবে।
আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে মহাসড়কেই নয় মহাসড়কের আশপাশেও পশুর হাট না বসানোর বিষয়ে মন্ত্রী মেয়রদের সহযোগিতা কামনা করেছেন।
আরএম/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা