ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাভারে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ট্রাকচালক আটক

প্রকাশিত: ০১:১৫ পিএম, ১০ আগস্ট ২০১৫

সাভারে দুই হাজার ৪২৭ বোতল ফেনসিডিলসহ ওলিয়ার রহমান (২৫) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে হেমায়াতপুরের পদ্মারমোড় থেকে তাকে আটক করে সাভার মডেল থানার (এএসআই) কামরুজ্জামান।

সোমবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম।

আটক ওলিয়ার রহমান যশোর জেলারচৌগাছা থানার জগন্নাথপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার গভীর রাতে যশোর থেকে একটি পাথর ভর্তি ট্রাক সাভারের হেমায়েতপুর এলাকার পদ্মারমোড় এলাকায় পৌঁছালে সেখানে টহলরত পুলিশ গাড়িটিকে সন্দেহ করেন। পরে তারা ওই গাড়িতে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে দুই হাজার ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে ওই গাড়ির চালককে আটক করা হয়।

এব্যাপারে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, আটক ট্রাকচালককে মাদক দ্রব্য আইনে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। জব্দ ফেনসিডিলের মূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানান পুলিশ কর্মকর্তারা।

আল-মামুন/একে/এমআরআই