ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘন : রাজধানীতে একদিনে ৩২২৪ মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীর বিভিন্ন এলাকায় রোববার ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৩২২৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় মোট ১৮ লাখ ২৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

এক বার্তায় ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, অভিযানে ২৫টি গাড়ি ডাম্পিং ও ৬১২টি গাড়ি রেকার করা হয়।

অপরদিকে উল্টোপথে চালানোর কারণে ২৪২টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ২৮টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৭টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়া এ সময় ট্রাফিক আইন অমান্য করায় মোট ১ হাজার ৭০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৭৫টি মোটরসাইকেল আটক করা হয়। আর গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় সরাসরি মামলা দেয়া হয়েছে ৮টি।

এআর/এমএমজেড/জেআইএম

আরও পড়ুন