ব্লগার নিলয় হত্যা : আনসারুল্লাহকে সন্দেহ পুলিশের
ব্লগার নিলয় হত্যাকাণ্ডের সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কোন গ্রুপ জড়িত রয়েছে বলে সন্দেহ করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের কোন গ্রুপ এই হত্যাকাণ্ডটি সংগঠন করে। ডিবিতে মামলা হস্তান্তরের পর সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন ডিবি কর্মকর্তারা। তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন।
তিনি আরো বলেন, যারা ব্লগারদের হত্যা করে আর যারা হযরত মোহাম্মদ (স.), ধর্ম ও পবিত্র কোরআনকে যুক্তিহীনভাবে আঘাত করে ব্লগ লেখে তারাও উগ্রবাদী। তাদেরকে আইনের আওতায় আনা হবে।
ডিবির যুগ্ম কমিশনার জানান, হত্যাকাণ্ডের সময় নিলয়ের একটি ল্যাপটপ ও সিম্ফোনি মোবাইল খোয়া গেছে। নিজস্ব গুপ্তচর ও প্রযুক্তিগত সহায়তায় এগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আনসার আল ইসলামের ই-মেইল ও ফেসবুক আইডি শনাক্তের চেষ্টা।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ের গড়ানে নিজ বাসায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর আনসার আল ইসলাম নামের একটি সংগঠন হত্যার দায় স্বীকার করে গণমাধ্যমে বিবৃতি পাঠায়।
# অনেককেই-জিজ্ঞাসাবাদ-করা-হয়েছে,-তবে-গ্রেফতার-নেই-পুলিশ
এআর/আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা