বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না
সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ বলেছেন, 'বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা ছিলেন না। তিনি ছিলেন জনগণের নেতা। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। তার নেতৃত্বে সকলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর বাংলাদেশকে উন্নত ও সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।'
শুক্রবার ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।
জাতির পিতাসহ ১৫আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়। অনুষ্ঠানে ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ারদের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আইডিএসইবির আহ্বায়ক মো. মাঈনুল হক চৌধুরী, সরদার মো. জাহাঙ্গীর হোসেনসহ প্রমুখ।
এইচএস/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ