ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘দানা দানা খামছা রিয়াল’

বিশেষ সংবাদদাতা | মক্কা থে‌কে | প্রকাশিত: ০১:১৭ এএম, ৩১ আগস্ট ২০১৮

ফজ‌রের নামাজ মাত্র শেষ হ‌য়ে‌ছে। হেরেম শরিফে নামাজ প‌ড়ে ঘুম ঘুম চো‌খে বে‌রি‌য়ে‌ আস‌ছেন হাজার হাজার হা‌জি। বাই‌রে তখনও ফর্সা হয়‌নি। ঈষৎ আলো-অন্ধকারাছন্ন প‌রি‌বে‌শে হে‌রেমের পশ্চিমের রাস্তায় ছোট্ট এক‌টি ভ্যানগা‌ড়ি নি‌য়ে দা‌ঁড়ি‌য়ে এক নারী ‘দানা দানা খামছা রিয়াল’ বলে হা‌জি‌দের দৃ‌ষ্টি আকর্ষ‌ণের চেষ্টা করছিলেন।‌

বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির কা‌ছে এ স্থান‌টি কবুতর চত্বর ব‌লে প‌রি‌চিত। চত্বরে হাজার হাজার কবুতর অবা‌ধে ঘু‌রে বেড়ায় গম, ডাল ও কলাই‌য়ের দানা খায়। সে এক মনমাতানো অপূর্ব সুন্দর দৃশ্য। একস‌ঙ্গে হাজার হাজার কবুতরের ডানা ঝাপ‌টে ওড়ার দৃশ্য দে‌খে হা‌জিরা বি‌মো‌হিত হন।

s

স‌রেজ‌মিনে দেখা গে‌ছে, হে‌রে‌মের অদূরে একটি গোল আইল্যান্ডের চারিদিকে রাস্তার মধ্যখানে ফেরিওয়ালাদের কাছ থেকে গম, ডাল, কলাই ইত্যাদির প্যাকেট কিনে হা‌জিরা ওই গোলচত্বরে ছিটিয়ে দেন। আর অবিশ্বাস্যভাবে হাজার হাজার কবুতর সেগুলো খেয়ে শেষ করে।

বিভিন্ন নিয়তে খাদ্যগুলো খাওয়ানো হয়। সব‌চে‌য়ে বেশি ভালো হাজারো কবুতরের মাঝে কৌতূহলীরা ঢুকে গেলে একস‌ঙ্গে ওড়াল দিতে থাকে কবুতরের ঝাঁক।

s

জানা গে‌ছে, হাজার হ‌াজার কবুতর চত্বরে থাক‌লেও কেউ একটা কবুতর ধ‌রেও দে‌খে না, হত্যাও করে না।

এমইউ/বিএ

আরও পড়ুন