ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তুলশি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি

প্রকাশিত: ০৮:৩২ এএম, ১০ আগস্ট ২০১৫

পাবনায় হরিজন গোষ্ঠীর তুলশি কুমার দাসের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১ আগস্ট পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুরের হরিজন পল্লীর পরিচ্ছন্ন কর্মী তুলশী কুমার দাসকে বাই সাইকেল চুরির মিথ্যা অভিযোগ তুলে হত্যা করা হয়।

বক্তারা আরো বলেন, তুলশী কুমার দাস পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার হাসপাতাল রোডের নিয়ম ফুড লিমিটেডের পরিচ্ছন্ন কর্মী আর এই পরিচ্ছন্ন কর্মীকে সাইকেল চুরির অভিযোগ দিয়ে তার তাজা প্রাণ নিয়েছে নিয়ন ফুডের মালিক কর্মচারীরা।

হরিজন সন্তান হওয়াই কি তুলশীর অপরাধ এমন প্রশ্ন করে বক্তারা বলেন, হরিজন গোষ্ঠীর সন্তান যারা বাংলাদেশের প্রতিটি পৌরসভা সিটি কর্পোরেশন এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন কর্মী হিসাবে দায়িত্ব পালন করছে। তুলশী হত্যাকাণ্ড ঘটনায়  বাংলাদেশের ১৫ লক্ষ হরিজন আজ অসহায়ত্ব বোধ করছে। মানববন্ধনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সদস্যরা অংশ নেন।

আএসএস/এসকেডি/এমএস