ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিদেশি চ্যানেল নয়, দেশীয় চ্যানেল দেখার আহ্বান চিফ হুইপের

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৯ আগস্ট ২০১৮

বিদেশি চ্যানেল পরিহার করে বিটিভিসহ দেশীয় চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান দেখার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।

‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’ চ্যানেলটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বুধবার সংসদ সচিবালয় এবং বাংলাদেশ টেলিভিশন এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, বাংলাদেশকে উন্নত ও সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সরকারের মাঠ পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড সংসদ টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশনে অধিক হারে প্রচারের আহ্বান জানান। সংসদ বাংলাদেশ টেলিভিশনকে বাংলাদেশ টেলিভিশনের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের পক্ষে মহাপরিচালক ও অতিরিক্ত সচিব (বিএন্ডআইটি) শাহানা আক্তার, বাংলাদেশ টেলিভিশনের পক্ষে এস এম হারুন অর রশীদ, মহাপরিচালক স্বাক্ষর করেন। চিফ হুইপ সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদার, অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, আ ই ম গোলাম কিবরিয়া, স্বপন কুমার বড়াল, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব খোদেজা আক্তার খানম, ছুমিয়া খানম এবং সংসদ বাংলাদেশ টেলিভিশনের পরিচালক প্রোগ্রাম অ্যান্ড নিউজ এস এম মঞ্জুরসহ প্রমুখ।

এইচএস/জেএইচ/জেআইএম

আরও পড়ুন