ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বোরো সংগ্রহের সময় বাড়ল ১৫ দিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৯ আগস্ট ২০১৮

নির্ধারিত সময়ের মধ্যে অভ্যন্তরীণ বাজার থেকে সরকারের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। এজন্য সংগ্রহের সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।

বুধবার খাদ্য অধিদফতরের সভাকক্ষে খাদ্যবান্ধব কর্মসূচি সম্পর্কিত মতবিনিময় সভায় খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ এ তথ্য জানান।

গত ৮ এপ্রিল খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় বোরোতে ৮ লাখ টন সিদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল এবং দেড় লাখ টন বোরো ধান (দেড় লাখ টন ধানে এক লাখ টন চাল পাওয়া যাবে) সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়। পরে লক্ষ্যমাত্রার পরিমাণ আরও বাড়ানো হয়। দাম ঠিক করা হয় সিদ্ধ চালের কেজি ৩৮ টাকা, আতপ চাল ৩৭ টাকা এবং ধানের কেজি ২৬ টাকা।

বোরো ধান-চাল সংগ্রহের সময় নির্ধারিত ২ মে থেকে ৩১ আগস্ট।

খাদ্য সচিব বলেন, ‘চলতি বোরো মৌসুমে ১৪ লাখ টনের মধ্যে ১২ লাখ টন সংগৃহীত হয়েছে। এখন সময় ১৫ দিন বাড়িয়ে দেয়া হয়েছে। এই সময়ের বাকিটা সংগ্রহ হয়ে যাবে।’

বর্তমানে আমাদের খাদ্যশস্য মজুদের পরিমাণ ১৬ লাখ টনের মতো জানিয়ে শাহাবুদ্দিন আহমদ বলেন, ‘অভ্যন্তরীণ সংগ্রহ, গম আমদানিসহ আগামী ডিসেম্বর পর্যন্ত খাদ্যশস্য মজুদ ১৯ লাখ টনে পৌঁছাবে। এখন থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের ডিস্ট্রিবিউশনের জন্য খাদ্যশস্য প্রয়োজন হবে ৮ লাখ টনের মতো।’

তিনি আরও বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির জন্য দেড় লাখ টন করে তিন মাসে লাগবে সাড়ে ৪ লাখ টন। ডিসেম্বরের শেষে বিতরণের পর আমাদের খাদ্যশস্য মজুদ থাকবে ১০ থেকে ১১ লাখ টনের মতো।’

আরএমএম/এমআরএম/জেআইএম

আরও পড়ুন