ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেশে ফিরেছেন ৬,১৯৯ জন হাজি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৯ আগস্ট ২০১৮

পবিত্র হজ পালন শেষে বুধবার (২৯ আগস্ট) পর্যন্ত দেশে ফিরেছেন ৬ হাজার ১৯৯ জন হাজি। এ সময়ে সর্বমোট ফিরতি ফ্লাইট এসেছে ১৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৯টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০টি ফ্লাইটের মাধ্যমে এই হাজিরা দেশে ফেরেন।

সোমবার (২৭ আগস্ট) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়। ফ্লাইট শেষ হবে ২৭ সেপ্টেম্বর।

জেদ্দা হজ অফিস সূত্রে জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় আগত বিজি-১০৬৯ ফ্লাইটের যাত্রীরা এখন মদিনায় অবস্থান করছেন। সেখানে তারা ৮ দিন অবস্থান শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আগামী ৬ সেপ্টেম্বর বিজি-১০৭১ এবং বিজি-১০৭৩ দুটি ফ্লাইটের হাজিগণ মক্কা হতে মদিনার উদ্দেশে যাত্রা করবেন।

এ বছর বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের সর্বমোট ৩৭১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে মোট ১২৭,২৯৮ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান। হজে গিয়ে সৌদি আরবে ৯৪ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এরমধ্যে পুরুষ ৭৯ জন ও নারী ১৫ জন।

আরএম/এমবিআর/আরআইপি

আরও পড়ুন