ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রধানমন্ত্রী বিচারপতিদের বিদেশে যেতে বাধা দেননি

প্রকাশিত: ০৫:৩২ এএম, ১০ আগস্ট ২০১৫

বিদেশে যেতে কোন বিচারপতিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোন ধরণের বাধা দেয়া হয়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার বেলা সোয়া ১ টার দিকে অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকেদের সঙ্গে তিনি এই কথা বলেন।

এর আগে সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ কোন বিচারপতি বা বিচারককে বিদেশে যেতে কোন বাধা দেয়া হয় কিনা সেই তথ্য জানানোর জন্য রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে জানতে চাওয়া হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে ছয় সদস্যের সুপ্রিমকোর্টের আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে জনকন্ঠের মামলার শুনানিকালে এই আদেশ দেন।

আদেশ দেয়ার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান মন্ত্রীর কাযালয়ে টেলিফোনে এই তথ্য নেন বলে তিনি সাংবাদিকদের জানান। তিনি বলেন,  প্রধান বিচারাপতি তো দুরে থাক কোন বিচারপতিকেই বিদেশ যেতে কখনো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাধা দেয়া হয়নি বলে জেনেছি।তথ্যটি সুপ্রিমকোর্টের আপিল বিভাগে উপস্থাপন করেছি।

এফএইচ/এএইচ/এমএস