ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কমেছে শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা

প্রকাশিত: ০১:১৮ পিএম, ০৯ আগস্ট ২০১৫

পাশের হার ও জিপিএ ৫ এর হার কমার পাশাপাশি এবার (২০১৫) উচ্চ মাধ্যমিক, আলিম ও সমমানের পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। এ বছর শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ১৩৩টি। গত বছর এর সংখ্যা ছিল ১ হাজার ১৪৭। এ বছর উচ্চ মাধ্যমিক ৮টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণে এগুলো বেরিয়ে আসে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর উচ্চ মাধ্যমিক ৮টি বোর্ডে ৩ হাজার ৯৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান ১১২টি। এর মধ্যে ঢাকা বোর্ডে ১ হাজার ২৯টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ উত্তীর্ণ করতে পেরেছে মাত্র ৩৩টি প্রতিষ্ঠান। রাজশাহী বোর্ডের ৬৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা ২৬, কুমিল্লা বোর্ডের ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান মাত্র ৬টি, যশোর শিক্ষা বোর্ডের ৫৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান ৩টি, চট্টগ্রাম বোর্ডের ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ উত্তীর্ণ মাত্র ৪টি, বরিশাল বোর্ডের ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ উত্তীর্ণ ৫টি, সিলেট বোর্ডের ২৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ উত্তীর্ণ ১৩টি এবং দিনাজপুর বোর্ডের ৫৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান ২২টি।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডের ২ হাজার ৬৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান ৮৩৮টি। এছাড়া কারিগরি বোর্ডের ১ হাজার ৬৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান ১৮৩টি। তবে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ঢাকা) বোর্ডের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ উত্তীর্ণ স্বাদ নিতে পারেনি একটিও।

উল্লেখ্য, রোববার সকাল ১০টায় উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন তিনি।

এমএইচ/আরএস/আরআইপি