ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গরমে হাঁসফাঁস করছেন লাখ লাখ হাজি

বিশেষ সংবাদদাতা | মক্কা থেকে | প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৯ আগস্ট ২০১৮

‘আপনাদের যাদের কাছে ওরস্যালাইন আছে তারা বেশি করে গুলিয়ে খান। খুব বেশি প্রয়োজন না হলে বাইরেও বের হবেন না। বেশি বেশি পানি পান না করলে হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারেন।’

hajj

রোববার দুপুরে মিনার একটি তাঁবুতে বাংলাদেশের হজযাত্রীদের উদ্দেশ্য করে এ কথা বলছিলেন একজন হজগাইড। মক্কায় আজ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমের কারণে হাঁসফাঁস করছেন লাখ লাখ হাজি।

hajj

পবিত্র হজ পালনে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি মিনার তাঁবুতে অবস্থান করছেন। গরমের কারণে তাদের তাঁবুতেই অবস্থান করতে হচ্ছে। তাঁবুর ভেতর এয়ারকন্ডিশন থাকলেও একদিকে তাপমাত্রা বেশি অপরদিকে এক তাঁবুতে গাদাগাদি করে ৪০০ হজযাত্রীর অবস্থান করায় এয়ারকন্ডিশন পারছে না।

hajj

ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা হজযাত্রী শফিকুল ইসলাম বলেন, এ ধরনের তাপমাত্রায় অভ্যস্ত না হওয়ায় গরমে হাঁসফাঁস করছি।

hajj

সরেজমিনে বিভিন্ন তাঁবু ঘুরে দেখা গেছে, তাঁবুর নিচে হাজিরা খালি গায়ে বসে আছেন, কেউ দেশ থেকে সঙ্গে করে নিয়ে আসা হাতপাখায় বাতাস করছেন।

বাবুল নামের আরেক হজযাত্রী বলেন, বাথরুমে যাওয়ার জন্য আধঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। প্রচণ্ড তাপে দাঁড়িয়ে থেকে মাথা ব্যথা ধরে গেছে।

এমইউ/বিএ/জেআইএম

আরও পড়ুন