ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কফি আনানের মৃত্যুতে মানবাধিকার কমিশনের শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৯ আগস্ট ২০১৮

শান্তিতে নোবেল বিজয়ী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

শোক বার্তায় কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, বিশ্বজুড়ে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় কফি আনানের ভূমিকা অতুলনীয়। মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তিনি বিশ্বের সর্বত্রই পীড়িত মানুষের কাছে আত্মত্যাগ ও গভীর সমবেদনা নিয়ে ছুটে বেড়িয়েছেন।

মিয়ানমারে নির্মম নিপীড়নের শিকার রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন। ‘অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট’ এর চেয়ারম্যান হিসাবে রোহিঙ্গা সমস্যা সমাধানে তিনি রোহিঙ্গাদের দেশ ছেড়ে পালিয়ে আসার বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন এবং এই সমস্যা সমাধানে যেসকল সুপারিশ প্রদান করেছেন সেজন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

আমি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

জেইউ/এমবিআর/এমএস

আরও পড়ুন