ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ ৫ এ ছেলেরা

প্রকাশিত: ১০:৪১ এএম, ০৯ আগস্ট ২০১৫

এ বছর উচ্চ মাধ্যমিক, আলিম ও সমমানের পরীক্ষায় ছেলেদের পাসের হারের তুলনায় মেয়েরা এগিয়ে। অন্যদিকে মেয়েদের চেয়ে ছেলেরা জিপিএ ৫ বেশি পেয়েছে।

রোববার প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, উচ্চ মাধ্যমিক ৮ টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৭৫ হাজার ৮২৩ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ লক্ষ ৬১ হাজার ৬১৪ জন।

এর মধ্যে ছাত্রদের সংখ্যা ৫ লক্ষ ৬৩ হাজার ৯৫২ জন। পক্ষান্তরে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লক্ষ ৯৭ হাজার ৬৬২। যার মধ্যে উর্ত্তীণ হয়েছে ৭ লক্ষ ৩৮ হাজার ৮৭২ জন শিক্ষার্থী। শতকরা উর্ত্তীণের সংখ্যা ৬৯ দশমিক ৬০ শতাংশ।

যেখানে ছেলেদের মধ্যে উর্ত্তীণের সংখ্যা ৩ লক্ষ ৮৯ হাজার ৩৬৩ জন। যা শতকরা হারে ৬৯ দশমিক ০৪ শতাংশ। অন্যদিকে মেয়েদের মধ্যে উর্ত্তীণের সংখ্যা ৩ লক্ষ ৪৯ হাজার ৫০৯ জন। যা শতকরা হারে ৭০ দশমি ২৩ শতাংশ।

আবার জিপিএ ৫ পাওয়ার দিক থেকে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। মোট জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪২ হাজার ৮৯৪ জন। যেখানে ছেলেদের ৩ লক্ষ ৮৯ হাজার ৩৬৩ জন উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৩ হাজার ২৯৩ জন। আবার মেয়েদের ৩ লক্ষ ৪৯ হাজার ৫০৯ জন উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৬০১। যা ছেলেদের তুলনায় ৩ হাজার ৬৯২ জন কম।

উল্লেখ্য, রোববার সকাল ১০টায় উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন তিনি।

এমএইচ/এসএইচএস/পিআর