জুমার নামাজ পড়তে কাবাঘর অভিমুখে লাখ লাখ মুসল্লি
কাকডাকা ভোর থেকেই ধর্মপ্রাণ হাজার হাজার মুসল্লির ঢল নেমেছে আল্লাহর ঘর কাবা শরীফ অভিমুখে। বিশ্বের বিভিন্ন মহাদেশ থেকে পবিত্র হজ পালন করতে প্রায় ১৭ লাখ মানুষ এখন মক্কা শহরে অবস্থান করছেন। শনিবার (১৮ আগস্ট) থেকে হজের কার্যক্রম শুরু হবে। এদিন হাজিরা মিনার উদ্দেশে যাত্রা শুরু করবেন।
আজ শেষ শুক্রবার জুমার নামাজ কাবা চত্বরে জামাতের সঙ্গে আদায় করতে ছুটে আসছেন সকলে। গতকাল বৃহস্পতিবার (১৬ আগস্ট) অনেকেই এশার নামাজ পড়ে কাবাঘরের আশেপাশে খাওয়া-দাওয়া করে আবার কাবাঘরে প্রবেশ করেছেন।
তারা জানান, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ, জিকির ও দোয়া দরুদ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফজরের নামাজ পড়েছেন। আজ কাবাঘরের খুব কাছে তারা জুমার নামাজ আদায় করবেন। সরেজমিন দেখা গেছে, মক্কার ইব্রাহিম খলিল ও মিসফালাহসহ বিভিন্ন সড়ক থেকে কাবাঘর অভিমুখে ধর্মপ্রাণ মুসল্লির ঢল নেমেছে। শারীরিক গড়নের পাশাপাশি চালচলন ও পোশাক-আশাকেও রয়েছে ভিন্নতা। কিন্তু আজানের সুর কানে আসলেই সকলেই এক কাতারে দাঁড়িয়ে পড়ছেন নামাজ আদায় করতে।
জাতীয় দৈনিক সৌদি গেজেট সূত্রে জানা গেছে, চলতি বছর সৌদি সরকার বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৭ লাখ মুসল্লিকে হজ ভিসা প্রদান করেছে। ইতোমধ্যে ১৬ লাখ ৮৪ হাজার ৬২৭ জন সৌদি আরব পোঁছেছেন। মোট হজযাত্রীর মধ্যে ১৫ লাখ ৮৪ হাজার ৮৫ জন বিমানবন্দর, ৮৩ হাজার ৩৮২ জন স্থল ও ১৬ হাজার ১৬৩ জন নৌবন্দর হয়ে প্রবেশ করেছেন।
এমইউ/এসআর/পিআর