নিলয় হত্যাকাণ্ড : প্রয়োজনে এফবিআই’র সাহায্য নেবে পুলিশ
নিহত ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডের ঘটনায় কারিগরি সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। প্রয়োজনে তাদের সাহায্য নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
রোববার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করে এফবিআই। বৈঠকে এফবিআইয়ের তিনজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এদের মধ্যে দুজন ওয়াশিংটন ডিসির প্রতিনিধি এবং অপরজন ঢাকার।
আরেক ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের বিষয়ে শুরু হওয়া বৈঠকে আলোচনা হয় নিলয় হত্যাকাণ্ড নিয়ে। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পূর্ব জোনের উপ-কমিশনার (ডিসি) মাহবুব আলম জানান, বৈঠকে এফবিআই প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি কারিগরি বিষয়ে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে মামলার প্রয়োজনে যখন যে সহযোগিতা প্রয়োজন হবে তখন তা চাওয়া হবে বলে এফবিআইকে জানানো হয়েছে। এখন তারা (এফবিআই) ঘটনাস্থলে যাবেন না বলে জানান তিনি।
শুক্রবার রাজধানীর পূর্ব গোড়ানে নিজ বাসায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নিলয় চট্টোপাধ্যায়কে। হত্যার পর এর দায় স্বীকার করে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এআর/এসআইএস/এমআরআই