কাঁদলেন ধর্মমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় নিহত ছেলের কথা স্মরণ করে কেঁদেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বৃহস্পতিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে হজের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে হজ প্রতিনিধি দলের সদস্যদের অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্য দেয়ার এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন।
তিনি জানান, তার ছেলে ছিল ব্রিলিয়ান্ট চিকিৎসক। ছয় ফুটেরও বেশি লম্বা ও সুদর্শন। একদিন মোটরসাইকেলে চালিয়ে যাওয়ার পথে একটি চলন্ত বাস পেছন থেকে তাকে ধাক্কা মারে। এ সময় সে রাস্তার মাঝখানে পড়ে যায়। একজন হেলপার বাসটি চালাচ্ছিল। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাতে পারলে সে হয়তো প্রাণে বাঁচত। কিন্তু বাসের স্টিয়ারিংয়ে বসানো সেই হেলপার গাড়ি থামালে গণপিটুনি খেতে পারে-এমন আশঙ্কায় তাকে চাপা দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই সে মারা যায়।
মন্ত্রী পরিষদের সভায় সম্প্রতি সড়ক দুর্ঘটনা আইন ও শাস্তি নিয়ে আলোচনা হলে ধর্মমন্ত্রী কঠোর আইন প্রণয়নের বিষয়ে অভিমত দেন।
এমইউ/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ