ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালকে ১০ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৬ আগস্ট ২০১৮

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রাজধানীর পান্থপথে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক জেনারেল হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের অভিযানে তাদের এই জরিমানা করা হয়। নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতালের ভেতরে ওষুধ বিক্রির কোনো লাইসেন্স নেই। তারা অবৈধভাবে ভেতরে ওষুধ বিক্রি করছে। এছাড়াও মজুদ করা ওষুধের মধ্যে কয়েকটির মেয়াদ নেই। এ কারণেই তাদের জরিমানা করা হয়েছে।

স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালের পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পান্থপথের শমরিতা হাসপাতালে অভিযান শুরু হয়েছে। অভিযান শেষে আবারও সংবাদ সম্মেলন করা হবে বলে জানা গেছে।

বিকেলে অভিযানের শুরুতে পান্থপথের বিআরবি হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এআর/এমআরএম/জেআইএম

আরও পড়ুন