ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিলয়কে হত্যাকারীর পোশাক শনাক্ত

প্রকাশিত: ০৯:১১ এএম, ০৯ আগস্ট ২০১৫

ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায়কে (নিলয় নীল) হত্যার সময় ঘটনাস্থল থেকে পাওয়া টি-শার্টটি হত্যাকারীর বলে নিশ্চিত হয়েছে পুলিশ। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা জানান মহানগর গোয়েন্দার (ডিবি) পূর্ব জোনের উপ-কমিশনার (ডিসি) মাহবুব আলম।
 
তিনি বলেন, নিলয়কে হত্যার পর ঘটনাস্থল থেকে একজন পুরুষের রক্তমাখা টি-শার্ট (গেঞ্জি) উদ্ধার করেছে পুলিশ। সেটি হত্যাকারীর। হত্যার পর রক্তমাখা টি-শার্টটি তারা ফেলে যায়।
 
এ হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি প্রসঙ্গে ডিসি জানান, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে। হত্যাকাণ্ডের কয়েকটি ক্লু পাওয়া গেছে। ক্রাইম সিন ইউনিটের কাছ থেকে পাওয়া আলামতসমূহ যাচাই-বাছাই করা হচ্ছে।
 
শুক্রবার রাজধানীর পূর্ব গোড়ানে নিজ বাসায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নিলয়কে। হত্যার পর এর দায় স্বীকার করে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন। এ ঘটনায় এপর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
 
এআর/এসএইচএস/এমআরআই