ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিলয়কে হত্যার দায় স্বীকারের ই-মেইলটি বাংলাদেশ থেকে পাঠানো

প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৯ আগস্ট ২০১৫

নিহত ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায়কে (নিলয় নীল) হত্যার পর এর দায় স্বীকার করে যে ই-মেইলটি পাঠানো হয়েছে সেটি বাংলাদেশ থেকে করা হয়েছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা জানান মহানগর গোয়েন্দার (ডিবি) পূর্ব জোনের উপ-কমিশনার (ডিসি) মাহবুব আলম।

তিনি বলেন, হত্যার দায় স্বীকার করে বিভিন্ন গণমাধ্যমে ‘আনসার আল ইসলাম’ এর পাঠানো ইমেইলটি বাংলাদেশের একটি স্থান থেকে পাঠানো হয়েছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

ইমেইলের পর গণমাধ্যমে ফোন করেছিল সংগঠনের একজন। তিনিও বাংলাদেশ থেকেই এই ফোনটি করেছেন।

তিনি আরো বলেন, সত্যি সংগঠনটি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা, কিংবা বাংলাদেশে তাদের অস্তিত্ব আছে কিনা আমরা তা যাচাই করছি।

প্রসঙ্গত, শুক্রবার রাজধানীর পূর্ব গোড়ানে নিজ বাসায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নিলয়কে। হত্যার পর এর দায় স্বীকার করে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন।

এআর/এআরএস/এমএস