ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হজ ব্যবস্থাপনা সরেজমিন দেখতে সৌদিতে ধর্মমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৬ আগস্ট ২০১৮

হজ ব্যবস্থাপনা সরেজমিন দেখতে সৌদি আরবে গেছেন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। গতকাল বুধবার বিজি-৫০৯৩ যোগে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর হয়ে সৌদি আরব পোঁছান তিনি। মন্ত্রণালয়ের সচিব মো আনিছুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা তার সফরসঙ্গী হিসেবে আছেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, কাউন্সিলর (হজ) মুহাম্মাদ মাকসুদুর রহমান, জেদায় মৌসুমি হজ অফিসারসহ কনস্যুলেট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে মন্ত্রীকে স্বাগত জানান।

হজ অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ ২৩ হাজার ৮৭৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৩৫৭টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার গেছেন ৬ হাজার ৭৫৫ জন আর বেসরকারি ব্যবস্থাপনার ৯৮ হাজার ৪৫১ জন।

ব্যবস্থাপনা ভিসাসহ এ পর্যন্ত সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যা এক লাখ ২৭ হাজার ৪৪০টি। গত ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। বিমানের শেষ ফ্লাইট গেছে গত মঙ্গলবার। সৌদি এয়ারলাইন্সের শেষ ফ্লাইট জেদ্দা যাবে আগামীকাল শুক্রবার। এর মাঝে যাত্রী সংকটে বাংলাদেশ বিমানের ২০টি হজ ফ্লাইট বাতিল হয়।

জেদ্দা হজ অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত সৌদি আরবে ইন্তেকাল করেছেন ৪১ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে পুরুষ ৩৪ জন, নারী সাতজন। মক্কায় মারা গেছেন ৩৪ জন, মদিনায় পাঁচজন এবং জেদ্দায় দুজন। সর্বশেষ ১৫ আগস্ট রংপুর জেলার মোছা. রওশন আকতার (৬৮) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বরঃ বিএম০২১৪৫৬৪।

উল্লেখ্য, আগামী ২০ আগস্ট (সোমবার) পবিত্র হজ।

আরএম/জেডএ/আরআইপি

আরও পড়ুন