বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মাধ্যমে জাতি অন্ধকারে নিমজ্জিত হয়েছিল
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয় এই ঘটনার মাধ্যমে গোটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়েছিলো বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে জয় বাংলা ৭১ লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের শুধুই বিচার এবং ফাঁসির রায় কার্যকর করলেই হবে না বাংলার মাটিতে তার স্বপ্ন এবং আদর্শ বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, যে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো তারাই শেখ হাসিনাকে হত্যা করার জন্য ১৯ বার চেষ্টা চালিয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এম এ করিম, বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
এএসএইচ/এআরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা