ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাত ১২টায়ও মক্কায় মে‌ডি‌কেল সেন্টা‌রে রোগীদের ভিড়

বিশেষ সংবাদদাতা | মক্কা থে‌কে | প্রকাশিত: ০৬:০৫ এএম, ১৪ আগস্ট ২০১৮

মক্কা ও মদিনা‌তে অসুস্থ হজযাত্রীর সংখ্যা আশঙ্কাজনকহা‌রে বাড়‌ছে। মাত্র এক সপ্তা‌হের ব্যবধা‌নে রোগীর সংখ্যা‌ বৃ‌দ্ধি পে‌য়ে দ্বিগু‌ণেরও বেশি দা‌ঁড়ি‌য়ে‌ছে। হজের দিন যত ঘ‌নি‌য়ে আস‌ছে রোগীর সংখ্যা ততই বাড়‌ছে।

গত ১০ আগস্ট মক্কায় রোগীর সংখ্যা এক হাজার ৮শ হ‌লেও গতকাল সোমবার তা বৃদ্ধি পে‌য়ে দা‌ঁড়ি‌য়ে‌ছে চার হাজার ৩১৮ জনে। সকাল থে‌কে গভীর রাত পর্যন্ত মে‌ডি‌কেল সেন্টা‌রে রোগীর ভিড় লে‌গেই থাক‌ছে।

মক্কা হজ মে‌ডি‌কেল সেন্টা‌রের সি‌নিয়র কনসাল‌টেন্ট আশেম আলী ব‌লেন, হ‌জের ক‌য়েক‌দিন আগে এত বেশ‌ি হজযা‌ত্রীর অসুস্থ হওয়ার বিষয়‌টি ভা‌বি‌য়ে তুল‌ছে। অধিকাংশ রোগী শ্বাসত‌ন্ত্রের প্রদাহ, ঠান্ডা লাগা ও জ্বরে ভুগ‌ছেন।

তি‌নি ব‌লেন, হো‌টেল ক‌ক্ষে এসি, বাই‌রে বের হ‌লে প্রচণ্ড তাপমাত্রা, রো‌দে কাবা শরিফ তাওয়া‌ফ করা, তাওয়া‌ফের পর সরাস‌রি জমজ‌মের ঠান্ডা পা‌ন করার কারণে ঠান্ডা, জ্বর ও কাশি হচ্ছে।

hajj

তি‌নি আগামী ক‌য়েক‌দিন বাংলা‌দেশি হজযা‌ত্রীদের সম্পূর্ণরূপে ঠান্ডা পা‌নি পান হতে বিরত থাকার পরামর্শ দেন।

গতকাল সোমবার রাত পৌ‌নে ১২টায় মে‌ডি‌কেল সেন্টার ঘুরে দেখা যায়, ওই সময় পর্যন্ত সেন্টা‌রে রোগীর লম্বা লাইন।

খুলনার বা‌সিন্দা হা‌সিনা বেগম জানান, তার হাত-পা ব্যথা করে। গা‌য়ে জ্বর ছিল। এখন গলা ফু‌লে ব্যথা র‌য়ে‌ছে।

এ বিষয়ে ডা. আশেক আলী ব‌লেন, বেশি তাওয়াফ করার কার‌ণে হজযাত্রী‌রা অসুস্থ হন।

এমইউ/বিএ

আরও পড়ুন