সৌদিতে সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক-সহকারীরা
সৌদি আরবের বাংলাদেশ হজ মেডিকেল সেন্টারের আউটডোরে প্রতিদিনই বাড়ছে অসুস্থ হজযাত্রীর সংখ্যা। ফলে বিপুল সংখ্যক রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন মেডিকেল সেন্টারের চিকিৎসক, নার্স ও সহকারীরা।
শুরুর দিকে রোগীর সংখ্যা কম হলেও বর্তমানে গড়ে প্রতিদিন দুই হাজার থেকে ২২০০ বেশি হজযাত্রী চিকিৎসা নিচ্ছেন। সৌদির গরম আবহাওয়া ও অধিক তাপমাত্রার কারণে অসুস্থতার সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।

দিনাজপুর থেকে হজ করতে এসেছেন ৭৬ বছরের বৃদ্ধ ওবায়েদুল্লাহ। গত দুদিন ধরে ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন। রোববার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় হজ মেডিকেল সেন্টারে এসে তার চক্ষু ছানাবড়া। তার সামনে কমপক্ষে ১০০ জনের লম্বা লাইন।
হজ সহায়ক এক তরুণকে কাছে পেয়ে বৃদ্ধের প্রশ্ন- ডাক্তার কখন দেখাতে পারবো? জবাবে হজ সহায়ক বললেন, চাচা মিয়া কেমনে কমু, সিরিয়াল আইলেই দেখাতে পারবেন।
বিকেলে হজ মেডিকেল সেন্টারে পুরুষের পাশাপাশি নারীদের পৃথক লাইনেও ভিড় ছিল লক্ষণীয়। উপচে পড়া রোগীর কারণে হোটেল লবিতে রীতিমতো হট্টগোলের সৃষ্টি হয়।

স্বামী মীর কাশেমকে সঙ্গে চিকিৎসকের কাছে আসেন আয়েশা বেগম। তিনি বলেন, সারা শরীরে বিশেষ করে পায়ে ভীষণ ব্যাথা। চিকিৎসক ব্যাথার ওষুধ দিয়েছেন।
কর্তব্যরত একজন চিকিৎসক বলেন, রোগীর ভিড় এতে বেশি যে ভালো করে দেখাও কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।
এমইউ/এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সন্দেহভাজনদের ভারতে পালানোর তথ্য প্রত্যাখ্যান মেঘালয় পুলিশের, যে ব্যাখ্যা দিলো ডিএমপি
- ২ ২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দাবি
- ৩ অর্থ পাচারের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এ দুদকের অভিযান
- ৪ ঢাকার পুলিশের দাবি ‘ফয়সাল ভারতে’, মেঘালয় পুলিশ বলছে ‘না’
- ৫ হোটেল-রেস্তোরাঁ খাতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত চায় সংগ্রাম পরিষদ