ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ

প্রকাশিত: ০৩:২৭ এএম, ০৯ আগস্ট ২০১৫

আজ বিশ্ব আদিবাসী দিবস। ১৯৯৪ সালে জাতিসংঘের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সারা পৃথিবীতে ১৯৯৫ সাল থেকে আগস্টের ৯ তারিখ বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়।

বিশ্বের সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশেও পালিত হবে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এই দিনে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের অধিকারবঞ্চিত আদিবাসীরাও তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামবেন। এবার আদিবাসী দিবসের প্রতিপাদ্য `২০১৫ উত্তর এজেন্ডা : আদিবাসী জনগণের স্বাস্থ্য ও জীবনমানের উন্নয়ন নিশ্চিতকরণ`।

আদিবাসী দিবস উপলক্ষে আজ রাজধানী ঢাকাসহ সারা দেশে বেশকিছু কর্মসূচি নিয়েছে বাম ও সাংস্কৃতিক সংগঠনগুলো। বাংলাদেশের আদিবাসীদের মধ্যে বিরাট একটি অংশ দেশের পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বাস করে। এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশের আদিবাসীরা দীর্ঘদিন ধরে অধিকারবঞ্চিত।

বিভিন্ন কর্মসূচির মধ্যে আজ থেকে `মানুষের জন্য ফাউন্ডেশন` ও অন্য সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এআরএস/এমএস