ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ভারী যানবাহন এড়িয়ে চলার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১২ আগস্ট ২০১৮

নাব্যতা সঙ্কট দূর করতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে খনন কাজ (ড্রেজিং) চলায় হালকা যান নিয়ে ফেরি চলাচল করছে। খনন কাজ চলাকালীন ভারী যানবাহনকে এ নৌরুট এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অস্বাভাবিক পলি পড়ায় নাব্যতা সঙ্কটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ড্রেজিং চলছে। উক্ত পথে ছোট ছোট যানবাহন নিয়ে ফেরি চলাচল করছে। ভারী যানবাহনকে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করা যাচ্ছে।’

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বলেন, ‘বাস, ট্রাক, লরিসহ ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে। ড্রেজিং চলছে, আশা করছি শিগগরিই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যোগাযোগের অন্যতম পথ হচ্ছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট। ঈদুল আজহার ১০ দিন বাকি থাকতে গুরুত্বপূর্ণ এ নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিতের ঘটনা ঘটলো।

আরএমএম/আরএস/এমএস

আরও পড়ুন