ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিলয়কে নিয়ে যা বললেন তসলিমা

প্রকাশিত: ০১:০৯ এএম, ০৯ আগস্ট ২০১৫

শুক্রবার রাজধানীর উত্তর গোড়ান এলাকায় নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন নীলান্দ্রী চট্টোপাধ্যায় নিলয় নামের এক ব্লগার। এ ঘটনায় বাংলাদেশসহ সারাদেশে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিভিন্নজন বিভিন্নভাবে মন্তব্য করছেন।

শনিবার রাতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন তার ফেসবুক ওয়ালে নীল নিলয়ের ছবি পোস্ট তার সম্পর্কে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, `সবচেয়ে ডানদিকে, হাতে মাইক্রফোন, কথা বলছে নিলয় নীল। তসলিমা পক্ষ নামে একটি মানবাধিকার সংগঠন দাঁড় করিয়েছিল কিছু ছেলেমেয়ে, নীল সেই সংগঠনের একজন ছিল একসময়।

ফেসবুকে ওর অনেক লেখাই পড়েছি আমি। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম- সব ধর্মের সমালোচনাই ও করতো। হিন্দুরা ওকে মারলো না, বৌদ্ধ, খ্রিস্টান ওকে মারলো না, শুধু ইসলাম ধর্মের লোকেরাই মারলো। যারা বলে সব ধর্ম বা সব ধর্মান্ধ সমান খারাপ-- তারা ভুল বলে।`

বিএ