ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এইচএসসির ফল প্রকাশ আজ

প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৮ আগস্ট ২০১৫

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ। নিয়ম অনুযায়ী সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বেলা ১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন মন্ত্রী।

সারা দেশের শিক্ষা–প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে বেলা দুইটায়। আগের মতো শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মুঠোফোনেও ফল জানা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বঘোষণা অনুযায়ী এবার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করা হচ্ছে না।

উল্লেখ্য, গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়। মোট অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে পাঁচ লাখ ৭০ হাজার ৯৯৩ জন ছাত্র ও পাঁচ লাখ দুই হাজার ৮৯১ জন ছাত্রী।

এবারে ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা ১১ জুন শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হয় ২২ জুন।

বিএ