সৌদি আরব পৌঁছেছেন লক্ষাধিক হজযাত্রী
বাংলাদেশ থেকে প্রায় ১০১,২০৩ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪৭টি ও সৌদি এয়ারলাইন্সের ১৫১টিসহ মোট ২৯৮টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান। সরকারি ব্যবস্থাপনায় ৬,৭৫৫ এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯৪,৪৪৮ হজযাত্রী। হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যবস্থাপনা ভিসাসহ এ পর্যন্ত সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যা ১২৭,০২০টি। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনলাইনে মেডিকেল প্রোফাইল এন্ট্রি করা হয়েছে ৭৩,০১৮ হজযাত্রীর, সৌদি আরবে হারানো লাগেজ সংখ্যা ১৭১টি।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ বাংলাদেশির হজে যাওয়ার কথা রয়েছে।
গত ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এর মধ্যে যাত্রী সঙ্কটে বাংলাদেশ বিমানের বেশ কয়েকটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০১৮ সালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২১ আগস্ট। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১,২৬,৭৯৮ জন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২৭ আগস্ট এবং হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ২৫ সেপ্টেম্বর।
আরএম/জেএইচ/পিআর