পল্লবীতে লাইসেন্সবিহীন ৩ আইসক্রিম প্রতিষ্ঠানকে জরিমানা
রাজধানীতে পল্লবী থানা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএসটিআই-এর সহায়তায় ও র্যাব-৪ পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- মতলব ফুড প্রোডাক্টস আইসক্রিম, মোল্লা সুপার আইসক্রিম ও রুমা আইসক্রিম।
র্যাবের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, সাম্প্রতিককালে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলা শহরের বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যক্তি অতি মুনাফার উদ্দেশ্যে তাদের প্রতিষ্ঠানে বিএসটিআই অনুমোদন ছাড়াই নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি, বিক্রয় ও সংরক্ষণ করছে।
এমন অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান চালায়। সেখানে দেখা যায়, লাইসেন্স ছাড়া, মান চিহ্ন ব্যবহার করে অবৈধভাবে দই কুলফি, দুধ কুলফি, বড় কুলফি, মালাই কুলফি, মিনি চকবার, বড় চকবারসহ অন্যান্য আইসক্রিম পণ্য উৎপাদন বিক্রয় ও বিতরণ করে আসছে প্রতিষ্ঠানগুলো।
পরে বিএসটিআই অধ্যাদেশ, ১৯৮৫ (অ্যামেনমেন্ড অ্যাক্ট, ২০০৩) এর ১৯ ও ২৪ ধারা লঙ্ঘন করায় ৩০,৩১ (এ) ধারার অপরাধে মতলব ফুড প্রোডাক্টস আইসক্রিমের মালিক মো. ফারুক সরকারকে (৪৭) দেড় লাখ টাকা জরিমানা, মোল্লা সুপার আইসক্রিমের মালিক মো. জাবেদ উল্লাহকে (৪২) এক লাখ টাকা ও রুমা আইসক্রিমের মালিক জালাল সরদারকে (৪০) দেড় লাখ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
বিএসটিআই-এর অনুমোদন ব্যতীত মান চিহ্ন ব্যবহার করে উৎপাদিত বিপুল পরিমাণ নিম্মমানের পন্য সামগ্রী জনস্বার্থে ধ্বংস করা হয়।
জেইউ/একে/এমআরআই