ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুর্বৃত্তদের চিহ্নিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেবেন ইনু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৭ আগস্ট ২০১৮

শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।

শিক্ষার্থীদের আন্দোলনে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা হয়েছে। সেই বিষয়ে আপনাদের পদক্ষেপ কী হবে- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা দুঃখজনক। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আনুষ্ঠানিকভাবে দুর্বৃত্তদের চিহ্নিত করার জন্য, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আমরা চিঠি পাঠাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন, উনি এটার পদক্ষেপ নেবেন।’

তিনি বলেন, ‘সরকারের নীতি অনুযায়ী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা অবশ্যই রক্ষা করব। যারা তাদের গায়ে হাত তুলেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব আমরা। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এটা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য আমরা আরও সজাগ ও সতর্ক থাকব।’

Home Minister

হাসানুল হক ইনু আরও বলেন, ‘আমরা হামলাকারীদের ছবি পেয়েছি, তার (স্বরাষ্ট্রমন্ত্রী) দফতরে তা দেয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো ছবি পেয়েছে। গোয়েন্দা সংস্থা ও পুলিশ কাজ করছে, আশা করি, এ ব্যাপারে একটা প্রতিকার হবে।’

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। পরের দিন থেকে বেপোরোয়া বাস চালকের ফাঁসি, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালনা বন্ধসহ ৯ দফা দাবি আদায়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

দাবি পূরণের আশ্বাস দিয়ে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয় বারবার। এরই মধ্যে গত শনি ও রোববার রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় পুলিশের উপস্থিতিতেই হামলার শিকার হন কমপক্ষে ২৪ জন সাংবাদিক।

আরএমএম/জেডএ/এমএস

আরও পড়ুন