ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সন্দ্বীপ চ্যানেলে ডুবেছে গমবোঝাই লাইটারেজ

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৭ আগস্ট ২০১৮

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের কাছে সন্দ্বীপ চ্যানেলে দুটি লাইটারেজ জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এমভি পাটগাটি-২ নামের একটি গমবোঝাই লাইটারেজ জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (৭ আগস্ট) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ‘গভীর সমুদ্রে নোঙ্গর করা মাদার ভেসেল থেকে লাইটারেজ জাহাজে করে গম খালাস করা হচ্ছিল। মঙ্গলবার ভোরে ১১০০ টন গম নিয়ে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল এমভি পাটগাটি-২ নামে একটি লাইটারেজ জাহাজ। রাত তিনটার দিকে চট্টগ্রাম বন্দর থেকে পাঁচ নটিক্যাল মাইল দূরে এমভি আবদুল্লাহ আসিফ-১০ নামে অপর একটি লাইটারেজ জাহাজ এমভি পাটগাটি-২ নামে জাহাজটিকে ধাক্কা দেয়। এতে পাটগাটি জাহাজটির তলা ফুটো হয়ে সাগরে ডুবে যায়।’

তিনি আরও জানান, জাহাজে থাকা ১৪ জন নাবিকের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জাহাজডুবির পরপরই আশপাশে থাকা অন্যান্য লাইটারেজ ও ট্রলার নাবিকদের উদ্ধারে এগিয়ে আসে। সকালে উদ্ধার অভিযানে যোগ দেয় নৌবাহিনীর একটি জাহাজ।

এসআর/পিআর

আরও পড়ুন