ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চলতি মাসের বেতন-ভাতা ১৬ আগস্ট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০৬ আগস্ট ২০১৮

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীগণের আগস্ট মাসের বেতন-ভাতাদি ১৬ আগস্ট প্রদান করা হবে।

সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের আগস্ট মাসের অবসর ভাতা একইদিন প্রদান করা হবে।

সূত্র জানায়, সাধারণত সরকারি কর্মচারীদের বেতন পরের মাসের প্রথম সপ্তাহে হয়। কিন্তু চাঁদ দেখা সাপেক্ষে ২২ আগস্ট ঈদুল আজহার হওয়ার কথা রয়েছে। তাই আগস্ট মাসের বেতন ১৬ তারিখ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে সরকারি চাকরিজীবীদের সংখ্যা প্রায় ২১ লাখ। এর মধ্যে স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিতসহ এমপিওভুক্ত শিক্ষকের সংখ্যা সাত লাখ।

এমইউএইচ/জেএইচ/পিআর

আরও পড়ুন