নিলয়ের জিডি না নেয়ার কথা পুলিশের অস্বীকার
রাজধানীর গোড়ানে নিহত ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় নিলয় নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আসেননি বলে দাবি করেছেন পুলিশের খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মুস্তাফিজুর রহমান। শনিবার দুপুরে তিনি জাগো নিউজকে একথা বলেন।
এর আগে শুক্রবার রাজধানীর গোড়ানে নিজ বাসায় ঢুকে হত্যা করা হয় ব্লগার নিলয়কে। তবে মে মাসের ১৫ তারিখে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে নিলয় অভিযোগ করেন, পুলিশের কাছে নিরাপত্তার জন্য গেলে দুটি থানা তার জিডি নেয়নি।
এ বিষয়ে মুস্তাফিজুর রহমান বলেন, ফেসবুকে নিলয় এবং তার স্ত্রী অভিযোগ করেছেন যে তারা নিরাপত্তার জন্য আসলে পুলিশ তাদের জিডি নেয় নি। তাদের অভিযোগ অগ্রহণযোগ্য। আমি যতটুকু জেনেছি ওইদিন রাতে নিলয় কিংবা তার পরিবারের কেউ জিডি করতে আসেনি।
ওসি জাগো নিউজকে বলেন, নিলয় ফেসবুকের ওয়ালে একটি পোস্টে লিখেছেন দুটি থানার কেউ তার মামলা নেয়নি। তবে সেখানে তিনি খিলগাঁও থানা কিংবা শাহজাহানপুর থানার নাম উল্লেখ করেননি।
নিলয় ফেসবুকের স্ট্যাটাসে যেদিন থানায় যাওয়ার কথা লিখেছেন সেদিন খিলগাঁও থানায় দুজন ডিউটি অফিসার ছিলেন। সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এবং রাত ৮ টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা এসআই ফখরুল ইসলাম। ওইদিন নিলয় ও তার পরিবারের পক্ষ থেকে কেউ খিলগাঁও থানায় আসেনি বলে তারা ওসিকে জানিয়েছে।
মোস্তাফিজুর রহমান বলেন, সম্প্রতি কয়েকজন ব্লগারদের হামলার ঘটনা ঘটছে। থানায় আসলে সাধারণ ডায়েরি (জিডি) নেয়া হবে না কেন? নিলয় এবং তার স্ত্রীর অভিযোগ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এই অভিযোগের ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন।
এদিকে মামলার অগ্রগতি প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাটি এখনো ‘ক্লুলেস’। ধরণ দেখে মনে হয়েছে আগের ব্লগারদের মতই তাকে হত্যা করা হয়েছে। তার পরিবার ও আত্মীয়স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হবে।
জেইউ/এআর/এসকেডি/আরআইপি