বসুন্ধরা গেটে সংঘর্ষ : পুলিশের ফাঁকা গুলি, টিয়ার শেল
রাজধানীর বসুন্ধরা এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুড়েছে। সোমবার দুপুরের পর বসুন্ধরা গেটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজধানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এআইইউবিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বসুন্ধরা গেট দিয়ে বের হতে চাইলে পুলিশ তাদের গ্রামীণ ফোন (বি ব্লক) কার্যালয়ের সামনে আটকে দেয়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশও থেমে থেমে গুলি ও টিয়ার শেল ছুড়ছে।
এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
এআর/এসএইচএস/এমএস