ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সৌদি পৌঁছেছেন ৮৩ হাজার ৮৬৮ জন হজযাত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:৫৬ এএম, ০৫ আগস্ট ২০১৮

এ বছর পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে ইতোমধ্যেই ৮৩ হাজার ৮৬৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১৮টি ও সৌদি এয়ারলাইন্সের ১২৫টিসহ মোট ২৪৩টি ফ্লাইটযোগে এ সব যাত্রী পরিবহন করা হয়। মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৭৯ হাজার ৮১০ জন রয়েছেন। গত ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ১৫ আগষ্ট পর্যন্ত।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। এজন্য ইতোমধ্যেই হজ ব্যবস্থাপনাসহ মোট ১ লাখ ১৬ হাজার ১৯২ জনের ভিসা সম্পন্ন হয়েছে।

এদিকে গতকাল (শনিবার) সকাল ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে হজ প্রশাসনিক দলের দলনেতা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রশাসনিক দলের সদস্যদের বেসরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করার সিদ্ধান্ত বহাল রাখা হয়। আগামীকাল সোমবার সকাল ১০টায় মিনা, আরাফা ও মুজদালিফার প্রস্তুতি সম্পর্কিত কর্মশালা করার সিদ্ধান্ত হয়।

এমইউ/এমএমজেড/এমএস

আরও পড়ুন