বাসের চাবি পেল শহীদ রমিজ উদ্দিন কলেজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত পাঁচটি বাস রাজধানীর শহীদ রমিজ উদ্দিন কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজ কর্তৃপক্ষের কাছে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া বাসগুলোর চাবি হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন বিমানবন্দর সড়কের এমইএস বাসস্ট্যান্ডে মিরপুর ফ্লাইওভারের মুখে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর জাবালের নূর পরিবহনের একটি বাস উঠে গেলে দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীব নামে দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হয়। তারা দুজনই এই কলেজের শিক্ষার্থী।
এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে তাদের সহপাঠী শিক্ষার্থীরা। ক্রমেই তা ছড়িয়ে পড়ে রাজধানীসহ সারা দেশে। তারা রাস্তা অবরোধ ও বিক্ষোভ শুরু করে।
বিএ/পিআর