সেই বাসচালক আটক
রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটের কাছে ‘এসপি গোল্ডেন লাইন’ পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ঘাতক চালককে আটক করা হয়েছে। বিক্ষুব্দ জনতা দুর্ঘটনার পর বাসটিতে আগুন দেয়।
রমনা থানার এসআই মিজানুর রহমান জাগো নিউজকে জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ইমরান সরদার (২৫) পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা ধাওয়া দিয়ে ধরে তাকে উত্তম-মধ্যম দেন। এরপর পুলিশে হস্তান্তর করেন।
আরও পড়ুন >> মগবাজারে বাসচাপায় বাইক আরোহী নিহত, বাসে আগুন
চালক ইমরানের বাড়ি পিরোজপুর সদরের কুমুড়িয়ায়। বাসটি কল্যাণপুর থেকে আরামবাগ যাচ্ছিল।
চালকের সহকারী সায়মন পলাতক বলে জানান এসআই মিজানুর রহমান। ‘ঘাতক বাসটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রয়েছে।
দুর্ঘটনায় নিহত সাইফুল ইসলাম রানার (২৩) মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
জেইউ/এমএআর/এমএস