ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ব্লগার হত্যাকাণ্ডে জাতিসংঘের নিন্দা

প্রকাশিত: ০৪:৩১ এএম, ০৮ আগস্ট ২০১৫

রাজধানীর গোড়ানে নিজ বাসায় ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি নিলয়কে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস শুক্রবার রাতে এক বিবৃতিতে এই নিন্দা জানান। বিবৃতিতে ওয়াটকিনস ‘আরেকজন অনলাইন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে সংঘটিত বর্বর অপরাধ এবং সহিষ্ণুতার ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেন।

এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত এবং আগের সব ব্লগারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।
 
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে পাঁচতলা ভবনের পঞ্চম তলার ভাড়া বাসায় নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এসকেডি/এমএস