ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ব্লগার নিলয় হত্যার ঘটনায় মামলা

প্রকাশিত: ০২:৫৪ এএম, ০৮ আগস্ট ২০১৫

রাজধানীর গোড়ানে ব্লগার নীলান্দ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডের ঘটনায় খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী আশা মনি শুক্রবার রাতে এই মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১১।

পুলিশের খিলগাঁও থানার ডিউটি অফিসার জাহাঙ্গীর জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।

তিনি জানান, মামলার এজাহারে অজ্ঞাত ৪ জনকে আসামি করা হয়েছে। পুলিশের খিলগাঁও থানার পরিদর্শক (ইন্সপেক্টর) তদন্ত আনোয়ার হোসেন খানকে মামলাটি তদন্তের দায়িত্বভার দেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে গোড়ানের ৮ নম্বর রোডের পানির পাম্পের গলিতে ১৬৭ নম্বর বাড়ির ৫ তলার ঘর থেকে নিলয়ের লাশ উদ্ধার করে পুলিশ। দুপুরে জুম্মা নামাজের সময় ৪-৫ জন দুর্বৃত্ত বাড়ি ভাড়ার নেয়ার নামে জোর পূর্বক নিলয়ের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে।

জেইউ/এআর/এসকেডি/এমএস