বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৫ আগস্ট
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি ৫ আগস্ট থেকে শুরু হবে।
মঙ্গলবার (৩১ জুলাই) বিকেলে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার সোহেল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সড়ক পথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। যাত্রী সাধারণ যাতে পর্যাপ্ত টিকিট পায় সে জন্য নতুন কিছু বাস নামানো হবে।
বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে যদি ২২ আগস্ট ঈদ হলে এক সপ্তাহ আগে থেকেই ঈদ যাত্রা শুরু হবে। সে হিসেবে ১৫ আগস্ট থেকে ঈদ যাত্রা ধরে ২৫ আগস্ট পর্যন্ত ঈদের টিকিট বিক্রি শুরু করবেন বাস মালিকরা।
এ জন্য ৫ আগস্ট সকাল থেকে রাজধানীর বিভিন্ন কাউন্টারে ঈদের টিকিট দেয়া হবে।
উল্লেখ্য, ৮ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত।
জেইউ/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ দুঃখ প্রকাশ করে নিজের বক্তব্য স্পষ্ট করলেন সারজিস আলম
- ২ তরুণদের দক্ষ করে তুলতে ফলমুখী সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব
- ৩ বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- ৪ মতিঝিলে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৫ দেশীয় ঐতিহ্য সংরক্ষণে ৫ লাখ ডলার অনুদান দেবে মার্কিন দূতাবাস